- রাজনীতি
- গোটা দেশ চোরে গিজগিজ করছে: রিজভী
গোটা দেশ চোরে গিজগিজ করছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় গোটা দেশ চোরে গিজগিজ করছে। এ দেশে এখন চোরদের আধিপত্য। দেশে এখন গণতন্ত্রবিনাশী শক্তির আধিপত্য।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরামের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।রিজভী বলেন, দেশে ভয়ংকর পরিস্থিতি বিরাজমান। রাজবাড়ীতে সোনিয়া নামের মহিলা দলের একজন নেত্রীকে মধ্যরাতে পুলিশ তুলে নিয়ে গেছে। তার দুটি বাচ্চা চিৎকার-আর্তনাদ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে অমানবিক ও বর্বরোচিতভাবে গ্রেপ্তার করেছে। ফেসবুকে পোস্ট দেয়ার কারণে নাকি প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন হয়েছে। এই অভিযোগে তাকে নিষ্ঠুরভাবে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ইডেন মহিলা কলেজে ছাত্রলীগ নেত্রীদের ন্যক্কারজনক কাহিনী শুনে আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন হয় না। ছাত্রলীগের অপকর্মেও তাদের সম্মান নষ্ট হয় না। সারাদেশে লুটপাট, খুন, হত্যা, গায়েবী মামলায় তাদের ইজ্জত যায় না। কিন্তু মহিলা দলের ওই নেত্রীর স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কতো শতাংশ সুনাম ক্ষুন্ন হয়েছে?
সংগঠনের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন