দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর জামিন আবেদন মঞ্জুর করেছেন ফেনীর জেলা ও দায়রা জজ আদালত। ফেনীর সোনাগাজীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে এ মামলা করেছিল ফেনীর সোনাগাজী থানা পুলিশ।

সোমবার আবদুল আউয়াল মিন্টু ফেনী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান তার জামিন মঞ্জুর করেন।

আবদুল আউয়াল মিন্টুর আইনজীবী মেজবা উদ্দিন খান জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ২৯ আগস্ট সোনাগাজী পৌর এলাকায় জিরো পয়েন্টে উপজেলা বিএনপি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি আয়োজিত করে। উপজেলা আওয়ামী লীগ একই দিন একইস্থানে সভা আহবান করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রায় দুই কিলোমিটার দুরে বিএনপি সভা আয়োজন করে। এই সভাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে দু'পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় আব্দুল আউয়াল মিন্টুসহ ৪৭ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৪৪ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করে।

এই মামলার ৪৭ জন আসামি হাইকোট থেকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।