- রাজনীতি
- পাল্টা আক্রমণের সময় এসে গেছে: রিজভী
পাল্টা আক্রমণের সময় এসে গেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ের দিন চলে গেছে। এখন পাল্টা আক্রমণের সময় এসে গেছে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনাদের গুলির আঘাতে হয়তো আমাদের শোকের মিছিল আরও দীর্ঘ হতে পারে। কিন্তু আমরা ভয় পাই না। আপনারা গুলি করেন আর ভাবছেন যে আমরা ভয় পেয়ে গেছি। ভয়ের দিন চলে গেছে। আর কোন ধরনের হুমকি, গুলি করে জনগণকে ভয়ের রাজত্বের মধ্যে রাখতে পারবেন না। ভয়ের রাজত্ব শেষ হয়ে গেছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের জহর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সারা দেশব্যাপী যে কর্মসূচি চলছে সে কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরের কর্মসূচি শুরু করার সময় পুলিশ বেপোরোয়াভাবে আক্রমণ করেছে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং অনেকে গুলিবিদ্ধ হয়েছে। যুবদলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যুবনেতা জাকির, শাহজাহান, নাসির, মাসুম আরিফ, মারুফ তারা গুলিবিদ্ধ হয়েছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, আজকের কর্মসূচি ছিল খুবই শান্তিপূর্ণ শোক মিছিল। আজ কেন গুলি করা হল? আজ সেই সমস্ত মানবাধিকার কর্মীরা কোথায়? যারা বক্তব্য রাখছেন শেখ হাসিনার আমলে গুম খুনের তথ্য ভুয়া, বিএনপি ভুয়া তথ্য দিচ্ছে। তারা কোথায়? ভোলায় যখন রহিম, নূরে আলম, মুন্সীগঞ্জে শাওন এবং নারায়ণগঞ্জের শাওনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তখন এসব মানবাধিকার কর্মীরা কোথায় থাকে?
বিএনপির এই শীর্ষনেতা বলেন, আজ জনপদের পর জনপদে রক্ত ঝরছে। রক্ত ঝরছে রহিমের, শাওনের, নুর আলমের। তখন এসব মানবাধিকার কর্মীদের মুখ থেকে একটা শব্দ বের হয় না। অথচ বিদেশি পত্রিকায় সাক্ষাৎকারে বললেন, এগুলো বিএনপির আমল থেকে চলে আসছে।
তিনি আরও বলেন, তারা ফ্যাসিবাদের পূজা করবে। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মরে যাবে, জীবন দিবে, কিন্তু এসব মেনে নেবে না। এ সমস্ত বর্ণচোরা মানুষ যারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের মুখোশ আমরা উন্মোচন করবই। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কেউ থামাতে পারবে না।
রিজভী বলেন, এই সরকার জুলুমসাহী কায়েম করেছে। মানুষের সকল অধিকার খাঁচার মধ্যে বন্দী করে রেখেছে। বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছে। আপনারা মনে করেছেন আমরা নিশ্চুপ থাকবো? আপনারা (আওয়ামী লীগ) হুমকি দেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাধা দেন, হামলা করেন, গ্রেপ্তার করেন, গুলি করে হত্যা করেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের নিরন্তন সংগ্রাম চলবে।
তিনি আরও বলেন, তারা (সরকার) বলে আমরা নাকি পতাকাকে অপমান করছি। মিশরের কায়রোতে, তিউনেশিয়ায় গণতন্ত্রের জন্য পতাকা হাতে নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। আমরা সেই গণতান্ত্রিক মানুষের মতো লাঠির আগায় পতাকা নিয়ে নামবো। কারণ পতাকা আমাদের উদ্দীপনা জাগায়। পতাকা যেকোনো অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রেরণা যোগায়। তাই আগামীতে দেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের মিছিলে, দেশমাতার মুক্তির মিছিলে প্রত্যেকের হাতেই পতাকা থাকবে। এখান থেকে আমাদের বিচ্যুত করতে পারবেন না।
তথ্যমন্ত্রী হাসান মাহমুদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা এখন দুর্বল অবস্থায় আছেন। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রোডাকশনে আপনাদের অস্ত্রধারী ক্যাডার ছাড়া উপায় নাই। আপনাদের জনগণের কাছে আসার কোনো মুখ নেই। প্রতিটি সেক্টরে লুটপাট করে বিদেশে অর্থ পাচারের কারণে আপনারা জনগণের কাছে মুখ দেখাতে পারেন না।
আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তাতী দলের যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, প্রচার সম্পাদক সাংবাদিক রাশিদুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা আব্দুলাহ আল নাইম।
মন্তব্য করুন