সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ক্ষমতা কুক্ষিগত রাখতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলের সভা-সমাবেশে বাধা এবং হামলা-মামলার মাধ্যমে অঘোষিত হরতাল পালন করেছে।

রোববার রাজধানীতে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এক বৈঠকে এসব কথা বলেন তাঁরা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের জিন্নুর রহমান দীপু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জনগণ ফুঁসে উঠেছে। তাঁদের দমনে সরকারদলীয় গুন্ডাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে লেলিয়ে দিয়েছে। এ দেশে মিছিলে গুলি করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান সরকারও হত্যা-নিপীড়নের মাধ্যমে টিকে থাকতে পারবে না। কর্তৃত্ববাদী এই সরকারকে বিদায় দিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।