আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। অতীতে হরতাল-অবরোধের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে তারা। এখন ঈর্ষান্বিত হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।’

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাহবুবউল-আলম হানিফ এসব কথা বলেন। গৌরব '৭১-এর উদ্যোগে 'ভোরের পাখি শেখ রাসেল' শীর্ষক এ প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ৭০০ শিশু-কিশোর অংশ নেয়।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের সম্মিলতভাবে মোকাবিলা করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘একাত্তরের স্বাধীনতাবিরোধীরা এক রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করছে। এই ইতিহাসও নতুন প্রজন্মকে জানানো প্রয়োজন। কারণ সঠিক ইতিহাস না জানলে তারা বিপথগামী হতে পারে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ রাসেল পুরো পৃথিবীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন এবং নিষ্ঠুর ও পৈশাচিক হত্যাকাণ্ডের নির্মম শিকারের প্রতীক। আজ যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলেন, শিশু রাসেলের হত্যাকাণ্ড তাদের হৃদয়ে নাড়া দিতে পারেনি। নিষ্ঠুর এই হত্যাকাণ্ড নিয়ে তাদের কোনো কথা নেই কেন?’

গৌরব '৭১-এর সভাপতি এস এম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ।