- রাজনীতি
- বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী
বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি- সমকাল।
দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে বিএনপি-জামায়াত মিথ্যাচার করছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারা একাত্তরের পরাজিত শক্তি। এখনো দেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে এবং আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে ১৭ কোটি করোনার টিকা এনেছি মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। আর বিএনপি বলে গঙ্গার পানি কিনে এনেছি মানুষ মারার জন্য। অথচ বিএনপির লোকেরাই আগে করোনার টিকা নিয়েছেন। এমনকি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াও এই টিকা নিয়েছেন। তিনি কি টিকা নিয়ে মারা গেছেন নাকি জীবিত আছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের সকল মানুষকে করোনা থেকে মুক্ত করে আমরা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছি।
তিনি বলেন, ভাড়াটে হিসেবে বিএনপির নেতা মুন্নু সাহেব ও মুন্নু সাহেবের মেয়েরা এসেছেন। তারা কী উন্নয়ন করেছেন? যাদের মাটির সঙ্গে সম্পর্ক নেই, যাদের মানুষের সঙ্গে সম্পর্ক নেই, যারা মানুষের দুঃখ-কষ্ট বোঝে না তারাই আবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন ধলেশ্বরী নদীতে বিভক্ত হয়ে গেছে। নদীতে বড় সেতু নির্মাণ করা হবে এপার-ওপারের মানুষের মধ্যে সেতুবন্ধনে গড়ে তুলতে। ইতোমধ্যে সেতুটি একনেকে পাস হয়েছে। তিন মাসের মধ্যে টেন্ডার হবে। তিনি আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সাটুরিয়া মানিকগঞ্জের উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথি পরে বরাইদ ইউনিয়নে মো. হারুন অর রশিদকে সভাপতি ও মো. আপেল মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, পৌর মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন।
মন্তব্য করুন