- রাজনীতি
- ‘স্বাধীনতাবিরোধী চক্রের প্ল্যাটফর্ম বিএনপি’
‘স্বাধীনতাবিরোধী চক্রের প্ল্যাটফর্ম বিএনপি’

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ফাইল ছবি।
বিএনপির কঠোর সমালোচনা করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তাঁর দাবি, রাষ্ট্রের স্বাধীনতাবিরোধী চক্রের একমাত্র প্ল্যাটফর্ম বিএনপি। জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, একাত্তরের ঘাতক নিজামী, মুজাহিদসহ সবার জায়গা বিএনপিতে। আজ শনিবার শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সিনিয়র সচিব কবি আব্দুস সামাদ ফারুক, পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম হিরো প্রমুখ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, 'দিন বদলেছে, সমাজ বদলেছে। বদলায়নি শুধু বিএনপি। একটি পরিবারের সবার হাতে রক্ত। জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করেছেন। একইভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল খালেদা জিয়ার হাতে ন্যস্ত প্রশাসন এবং তাঁর ছেলে তারেক রহমান।'
বিএনপি মহাসচিবের 'পাকিস্তানই ভালো ছিল' এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, 'পাকিস্তানের ভূত মুখ ফসকে বেরিয়ে গেছে সুপ্ত কথা। স্বাধীনতার পক্ষের শক্তির বাইরে কারও হাতে ক্ষমতা গেলে কী হবে কল্পনাও করতে পারবেন। এখানে যাঁরা আছেন, সবাইকে নিগৃহীত হতে হবে। কাউকে জীবন দিতে হবে। কাউকে বাড়িঘর ছাড়তে হবে। কাউকে জেলে যেতে হবে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবে। আফগানিস্তানের মতো অমানিশার ঘোর অন্ধকার নেমে আসবে দেশে।' তাঁর ভাষ্য, মৌলবাদীদের কারণে এরই মধ্যে দেশের হাজার বছরের সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাহিত্য-সংস্কৃতি বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪ জেলায় সাহিত্য মেলা হচ্ছে।
কবি নূরুল হুদা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বস্তুগত উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়ন করতে হবে। এ জন্য সারাদেশে সাহিত্য মেলা ছড়িয়ে দিতে হবে। সে নির্দেশনার আলোকে সারাদেশে সাহিত্য মেলা শুরু হয়েছে।'
মন্তব্য করুন