- রাজনীতি
- নিত্যপণ্যের দাম বাড়ায় জামায়াতের বিক্ষোভ
নিত্যপণ্যের দাম বাড়ায় জামায়াতের বিক্ষোভ

চট্টগ্রামে জামায়াতের মিছিলের ছবি/ সংগৃহীত।
নিত্যপণ্যের দাম বৃদ্ধি, লোডশেডিং, দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের প্রতিবাদে আজ শনিবার রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। তবে ঝটিকা মিছিলেই সীমাবদ্ধ ছিল নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো এই দলটির বিক্ষোভ কর্মসূচি।
শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা'ছুম। তিনি শনিবার বিবৃতিতে বলেছেন, দ্রব্যমূল্যে মানুষ নাকাল। সরকারের দুর্নীতিতে অর্থনীতি ধ্বংসের পথে। এর প্রতিবাদে জামায়াতের মিছিল করলে, তাতে হামলা করেছে। ময়মনসিংহে মহানগর সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত শনিবার বিকেলে শাখা আমির ড. শফিকুল ইসলামের নেতৃত্বে কমলাপুরে মিছিল করে। তিনি বলেন, বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কার প্রধান কারণ রাতের ভোটের আওয়ামী লীগ সরকার।
মিরপুর-১০ নম্বরে শাখা আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে মিছিল করে মহানগর উত্তর জামায়াত। তিনি বলেন, সরকারের ব্যর্থতায় মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড ভেঙেছে। আওয়ামী লীগ আর দুর্ভিক্ষ সমার্থক শব্দ।
মন্তব্য করুন