- রাজনীতি
- ‘১০ শতাংশ কালো টাকা উদ্ধার করতে পারলে আইএমএফের ঋণ লাগত না’
‘১০ শতাংশ কালো টাকা উদ্ধার করতে পারলে আইএমএফের ঋণ লাগত না’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘কেবল ১০ শতাংশ কালো টাকা ও খেলাপি ঋণ উদ্ধার করার কার্যকর পদক্ষেপ নিতে পারলে শর্তসাপেক্ষে আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হতো না। কেবল আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাত দিয়ে সরকারের সীমাহীন ব্যর্থতা আড়াল করার কোনো সুযোগ নেই।’
রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, ‘সামষ্টিক অর্থনীতির অব্যবস্থাপনা, নৈরাজ্য ও লুটেরা ব্যবস্থার মাশুল দিতে হচ্ছে দেশের জনগণকে। গত দেড় দশকে অর্থনৈতিক ও রাজনৈতিক মাফিয়ারা দেশের অর্থনীতির ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। চুরি, দুর্নীতি, লুটপাট ও পাচার অর্থনীতির বিদ্যমান সংকট আরও ঘনীভূত করেছে।’
সাইফুল হক বলেন, ‘বিদ্যমান সংকট উত্তরণে সরকারের ব্যয়সংকোচ, বিলাসী মেগাপ্রকল্প বন্ধ এবং অতি আবশ্যক নয়- এমন বিলাসদ্রব্যের আমদানি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। সরকারকে জরম্নরিভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মিজবাহ উদ্দিন বাবর, মো. রিয়েল, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন