জাতীয় পার্টির (জাপা) টালমাটাল অবস্থার মধ্যে থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে আগামী রোববার (২৭ নভেম্বর) দেশে ফিরবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার তাঁর একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা ২৭ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

টানা চার মাস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে গত বছরের নভেম্বরে রওশন এরশাদকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেওয়া হয়। বাজেট অধিবেশনে যোগ দিতে গত ২৭ জুন দেশে ফেরেন। ৫ জুলাই চিকিৎসার জন্য ফের থাইল্যান্ডে যান জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে নেতৃত্ব থেকে সরাতে গত ৩১ আগস্ট থাইল্যান্ড থেকে চিঠি দিয়ে দলের কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। এতে তাঁদের দুজনের দ্বন্ধ ফের প্রকাশ্যে আসে। পাল্টা হিসেবে রওশনকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরাতে জাপার ২৬ এমপির ২৪ জনের সমর্থন নিয়ে স্পিকারকে চিঠি দেন জি এম কাদের। কিন্তু সরকার বিরোধীদলীয় নেতা পদে রওশনকেই চাওয়ায় জি এম কাদের এ পদে বসতে পারেননি। উল্টো রওশনপন্থিদের মামলায় জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালনে আদালতের নিষেধাজ্ঞা পেয়ে নিরব রয়েছেন। রওশন কাউন্সিল স্থগিত করলেও তাঁর অনুসারীরা জেলায় জেলায় পাল্টা কমিটি করছে। তাঁর প্রত্যাবর্তনে জি এম কাদের ও তাঁর অনুসারীদের ওপর চাপ আরও বড়তে পারে।