- রাজনীতি
- 'জাপা চলছে দুই গঠনতন্ত্রে'
'জাপা চলছে দুই গঠনতন্ত্রে'

জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কার হওয়া মসিউর রহমান রাঙ্গা দাবি করেছেন দলটির গঠনতন্ত্র দুইটি। নিবন্ধন পেতে একটি গঠনতন্ত্র নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া হয়েছে। অপরটি দিয়ে দল চালাচ্ছেন জি এম কাদের। বিরোধীদলীয় চিফহুইপ রাঙ্গা বলেছেন, 'কোথায় আছে একটি দল দুটি গঠনতন্ত্রে পরিচালিত হবে? গঠনতন্ত্রের ২০ এর ১ (ক) যে ধারা মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। এই ধারার বলেই জি এম কাদের যা খুশি করছেন।'
জিয়াউল হক মৃধা অভিযোগ করেছেন, মামলা করায় জি এম কাদেরের সমথর্করা যে কোনো সময়ে তাঁর ওপর হামলা করতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করে জি এম কাদেরের লোকজন রাজপথে অবস্থান নিয়েছে। আদালতের আদেশের বিরুদ্ধে রাজপথে মিছিল সমাবেশ করে তারা আদালত অবমাননা করছেন।
জিয়াউল হক মৃধা বলেন, 'মামলা করেছি আমি এবং মশিউর রহমান রাঙ্গাঁ। মামলা প্রত্যাহারে আমাদের কাছে প্রস্তাব পাঠাতে পারতেন জি এম কাদের। তা না করে আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।'
মন্তব্য করুন