- রাজনীতি
- এত্ত ককটেল বিস্ফোরণ কেউ শোনেনি, দেখেনি
আবার গায়েবি মামলা
এত্ত ককটেল বিস্ফোরণ কেউ শোনেনি, দেখেনি

প্রতীকী ছবি
চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে রাতের বেলায় বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরিত হয়েছে! উদ্ধারও হয়েছে প্রচুর! পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর হয়েছে! গত বুধবার রাতে খোদ রাজধানীর কুড়িল বিশ্বরোডে মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ও বাস ভাঙচুর হয়েছে! কিন্তু স্থানীয়রা বিস্ফোরণ শোনেননি। সংঘর্ষও দেখেননি। মালিকরা জানিয়েছেন, বাস ভাঙচুর হয়নি। গণমাধ্যমে 'বিস্ফোরণ, হামলা ও সংঘর্ষ' হওয়ার খবর না এলেও মামলা হয়েছে!
মামলার বাদী পুলিশ কিংবা আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আসামি বিএনপি নেতাকর্মী। অধিকাংশ মামলায় অভিযোগ হুবহু এক। এজাহারে বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীর গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ গেলে আসামিরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দা এবং কয়েকটি মামলার সাক্ষী সমকালকে জানিয়েছেন, ককটেল বিস্ফোরিত হয়নি। বিএনপির অভিযোগ- সবই গায়েবি মামলা। ২০১৮ সালের মতো 'কাল্পনিক ঘটনায়' মামলা দেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় বিস্ফোরক আইনে মামলা করেন থানা ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দেওয়া মো. হাসান। বাস ভাঙচুর, ৪-৫টি ককটেল বিস্ফোরণসহ লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। বিএনপির ২২ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ছাত্রদলের নেতাদের ওপর হামলার প্রতিবাদে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িল প্রগতি সরণিতে ফ্লাইওভারের পাশে বিশ্বরোডের মূল সড়কে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী প্রতিবন্ধকতা সৃষ্টি করে লাঠিসোটা, ককটেল ও পেট্রোল বোমায় সজ্জিত হয়ে বাস গাড়ি ভাঙচুর করে। টায়ারে আগুন জ্বালিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বাধা দিলে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫টি পেট্রোল বোমাসদৃশ বস্তু, বাঁশের লাঠি ও পোড়ানো টায়ার জব্দ দেখানো হয়েছে।
কিন্তু 'সংঘর্ষস্থলের' আশপাশের বাসিন্দা ও দোকানিরা জানিয়েছেন, বুধবার রাতে মিছিল, ককটেলের বিস্ফোরণ বা সংঘর্ষ হয়নি। ওই এলাকার সিএনজি কনভার্সন সেন্টারের কর্মী আরিফুজ্জামান জানান, বুধবার রাতে এলাকাতেই ছিলেন। কিন্তু মিছিল, সংঘর্ষ দেখেননি। ককটেল বিস্ফোরণের শব্দও শোনেননি।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবু সমকালকে জানান, মামলায় যে ঘটনাস্থলের কথা বলা হয়েছে, তা থেকে প্রায় কিলোমিটার দূরে ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাতে শ্যাওড়া বাসস্ট্যান্ড থেকে র্যাডিসন হোটেলের দিকে মশাল মিছিল হয়। মিছিল থেকে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সে ঘটনায় ভাটারা থানায় কীভাবে মামলা হয়! মিছিল হয়েছে ক্যান্টনমেন্ট থানা এলাকায়।
সমকাল যোগাযোগ করলে মামলায় আসামি কতজন- প্রশ্নে ভড়কে যান বাদী মো. হাসান। তিনি আর কথা বাড়াতে রাজি হননি। বলেন, ব্যস্ততা আছে। টেলিফোনে কথা বলতে পারবেন না।
জব্দ তালিকা করা পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, তিনি মিছিল দেখেননি। মিছিলের পর পুলিশকে খবর দেওয়া হয়। সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করেন।
তিনজন সাক্ষীর একজন বাদী নিজেই। অপরজন ভাটারা থানার কনস্টেবল শাহজাহান সিরাজী। এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। আরেকজনের নাম সজীব ইসলাম। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সমকাল। এজাহারে তাঁর যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, কল দিলে বলা হয়, তা আর ব্যবহূত হচ্ছে না।
এজাহারে বলা হয়েছে, কয়েকটি বাস ভাঙচুর করে বিএনপি কর্মীরা। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান সমকালকে জানিয়েছেন, বুধবার রাতে খিলক্ষেত, কুড়িল বা বিশ্বরোড এলাকায় বাস ভাঙচুরের কোনো ঘটনা জানেন না। সমিতিকে কেউ জানায়নি। ঘটনা ঘটলে সমিতির কাছে তথ্য থাকত।
একই ঘটনায় খিলক্ষেত থানায় আরেকটি মামলা করেছে পুলিশ বাদী হয়ে। তবে ঘটনাস্থল বলা হয়েছে রাস্তার অপর পাশ নিকুঞ্জের গেটের সামনের ভাস্কর্য।
বিএনপির অভিযোগ, জুলাই থেকে 'গায়েরি' মামলা দেওয়া শুরু হলেও গত ১০ দিনে সারাদেশে সংখ্যা এ সংখ্যা বেড়েছে। বিভাগীয় গণসমাবেশ ঠেকাতে ঢাকায় ৬০টিসহ সারাদেশে ১৩৬টি মামলা হয়েছে। রাজশাহীর আট জেলায় ৩৭ মামলাতেই আসামি ১০ হাজারের বেশি। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলন বাধাগ্রস্ত করতে গায়েবি মামলার খেলা শুরু করেছে সরকার। কোনো কিছু ঘটেনি; হঠাৎ বলে দিল- নাশকতা হয়েছে। নিজেরাই বোমা রেখে মামলা দিচ্ছে। নিজেদের অফিস ভাঙচুর করে বিরোধী দলের নেতকর্মীকে আসামি করার খেলা চলছে।
ঢাকার ছাড়াও রাজশাহী, নাটোর, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, ফরিদপুর, ফেনী, চট্টগ্রামসহ অন্তত ১৬ জেলায় এমন মামলার তথ্য পেয়েছে সমকাল।
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা সনি আজাদ জানিয়েছেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক বিএন উচ্চ বিদ্যালয় মাঠে গোপন বৈঠক থেকে ককটেল বিস্ফোরণের 'ঘটনায়' বিএনপির ১৫০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। পুলিশের ভাষ্য, খবর পেয়ে গেলে বিএনপি কর্মীরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, ইট ও পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। বিপুলসংখ্যক বাঁশের লাঠি ও হামলায় ব্যবহূত পাথরের টুকরা জব্দ করা হয়েছে আলামত হিসেবে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলা ও সংঘর্ষ দেখেননি। জোতকার্তিক বিএন উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল কুদ্দুস বলেন, যে সময়ের কথা বলা হচ্ছে, তখন তিনি স্কুলের মাঠেই ছিলেন। সেখানে সভা দূরে থাক, একজন মানুষও ছিল না। রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে চার ব্যক্তি মাঠে আসেন। তিনজনকে মাঠে নামিয়ে দিয়ে একজন মোটরসাইকেল নিয়ে চলে যান। ১০-১৫ মিনিট পর সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি মাঠে ঢোকে। তখন চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
জোতকার্তিক বিএন উচ্চ বিদ্যালয় মাঠের সামনে ফটোকপি ও কম্পিউটার কম্পোজের দোকানি মাসুদ রানা একই কথা জানান। তিনি বলেন, ওই দিন রাত ৮টার পর মাঠে কেউ ছিল না। পুলিশের গাড়ি আসার পর বিস্ফোরণের শব্দ পান। এর পর পুলিশ স্থানীয়দের ডেকে নিয়ে ককটেল, পাথর ও লাঠি পাওয়ার কথা জানায়।
চারঘাট মডেল থানার উপপরিদর্শক সোহাইল রানা মামলার বাদী। 'তদন্তের স্বার্থে'র কথা বলে আসামিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এজাহারের কপিও দেয়নি। তাই মামলার সাক্ষী কারা, জানা যায়নি। ওসি মাহবুবুল আলম বলেন, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল বিএনপি নেতাকর্মী। পুলিশ আত্মরক্ষার্থে একটু দূরে থাকায় আসামিরা পালিয়ে যায়।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, কোনো সভাই হয়নি। সবই পুলিশের সাজানো নাটক।
পাবনা থেকে নিজস্ব প্রতিবেদক এবিএম ফজলুর রহমান জানিয়েছেন, জেলার ৯ থানায় 'ককটেল বিস্ফোরণের ঘটনা'য় ১১টি পৃথক মামলায় বিএনপির আট শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, গত মঙ্গল ও বুধবার রাতে ১৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। ২১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগ নেতারা এসব মামলার বাদী।
ভাঙ্গুড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পৌর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সময় চারটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ গিয়ে আরও ককটেল জব্দ করেছে।
উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল জব্বার বাদী হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সাইদুল ইসলাম বুরুজসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেছেন। তবে স্থানীয় এক চা দোকানি বলেছেন, বোমার শব্দ শুনেছেন; কাউকে দেখেননি।
আটঘরিয়াতেও মামলা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী দলীয় কার্যালয়ে বসে বিশ্বকাপের খেলা দেখার সময় ককটেল বিস্ফোরণের অভিযোগে।
ঈশ্বরদী থানায় মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলহাজ টেক্সটাইল হাই স্কুলে বিএনপি নেতাকর্মীর গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ গেলে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় আসামিরা। তবে আলহাজ মোড়ের একজন দোকানি সমকালকে বলেন, বোমা বা ককটেল বিস্ফোরণের শব্দ পাননি। আশপাশের সব দোকান খোলা ছিল। কেউ কিছুই জানেন না।
চাটমোহর থানার মামলার বয়ানও অভিন্ন। ওসি জালাল উদ্দিন জানান, পৌর সদরের আফ্রাতপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরার ব্যবসা প্রতিষ্ঠানে গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ গেলে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় আসামিরা। তবে প্রতিবেশী নজরুল ইসলাম সমকালকে জানান, হীরার বাড়িতে বিএনপির লোকজন দেখেছেন; বিস্ফোরণের শব্দ পাননি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘটনা যা ঘটছে, তার আলোকে মামলা হচ্ছে। কে কী বলছে, তা দেখার বিষয় নয়।
নারায়ণগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, জেলার চার থানায় পাঁচ মামলায় ৯৪৯ জনকে আসামি করা হয়েছে। তবে ছাত্রদল নেতা অনিক নিহতের ঘটনায় তাঁর বাবার মামলা নেয়নি পুলিশ। পরে আদালতে মামলা করেন।
গত ২২ নভেম্বর 'শীর্ষ সন্ত্রাসী' জাকির খানের হাজিরার সময় আদালতপাড়ায় মিছিল ও সড়কে বিস্ফোরণের অভিযোগে বিএনপির ৩৪ জনের নাম উল্লেখ করে ২৮৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী জেলা পরিষদের কার্যালয়ের প্রধান ফটকের চায়ের দোকানি মো. সবুজ জানান, ওই দিন বড় মিছিল হয়েছিল। কিন্তু বিস্ফোরণের শব্দ পাননি।
আরেক প্রত্যক্ষদর্শী রাসেল কনফেকশনারির রাশেদ মিয়া জানান, তিনিও বিস্ফোরণের শব্দ শোনেননি। তবে ওই দিন বিএনপি নেতা জাকির খানের সমর্থকরা মিছিল করেছিল।
আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বন্দর থানায় ছাত্রলীগ কর্মী মো. সোহেল মামলা করেছেন। প্রত্যক্ষদর্শী বাগবাড়ীর ৪৫ বছরের নুরে আলম জানান, তিনি ঘটনার সময় পাশের চায়ের দোকানে ছিলেন। রাতে আওয়ামী লীগের মিছিল হয়। কিন্তু ভাঙচুর বা বিস্ফোরণ হয়নি।
জয়পুরহাট প্রতিনিধি শাহ আলম জানিয়েছেন, জেলার কালাই থানায় বিস্ফোরক আইনে বিএনপির ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে গত বৃহস্পতিবার মামলা করেছে পুলিশ। এজাহারে বলা হয়েছে, রাজশাহী ও ঢাকার সমাবেশ উপলক্ষে সরকারি স্থাপনায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটাতে বুধবার রাতে পৌরবাজারে বিএনপি কার্যালয়ে গোপন সভায় দুই পক্ষের মারামারি হয়। পুলিশ লাঠিচার্জ করে দু'পক্ষকে ছত্রভঙ্গ করে। পরে বিএনপির কার্যালয় থেকে দুই বিস্ফোরিত ককটেল, ২১টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
মামলার ২ নম্বর সাক্ষী কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ সমকালকে জানান, ঘটনার সময় বাজারেই ছিলেন। বিএনপির কার্যালয় থেকে হট্টগোলের শব্দ শুনেছেন। কিন্তু ককটেল বিষয়ে কিছু জানেন না।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন বলেছেন, সভা শেষে যে যার মতো চলে গিয়েছিল। এর পর ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে মিথ্যা মামলা হয়েছে, যাতে বিএনপি কর্মীরা রাজশাহীর সমাবেশে যেতে ভয় পায়।
তবে কালাইয়ের ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনা সত্য। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ব?রিশাল ব্যুরো জানিয়েছে, গৌরনদীতে পৃথক দুটি ঘটনায় দুই মামলায় আসামি করা হয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মীকে।
স্থানীয় সূত্র জানিয়েছে, নারীঘটিত বিরোধে ৩০ অক্টোবর বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে যুবলীগের দু'পক্ষের সংঘর্ষ হয়। ঘটনার দু'দিন পর যুবলীগ নেতা শাজাহান হাওলাদার বিএনপির ২৬ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন। মামলার আসামি যুবদল নেতা সালাউদ্দিন সরদার বলেন, শাজাহান হাওলাদারের ওপর হামলা করে তাঁর প্রতিপক্ষরা।
গত ৫ নভেম্বর সকালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয় মাহিলাড়া বাসস্ট্যান্ডে। কিন্তু ওই ঘটনায় যুবলীগ নেতা রাসেল রাঢ়ীর মামলায় আসামি করা হয়েছে ইশরাকসহ বিএনপির ১৩০ জনকে।
নাটোর প্রতিনিধি জানিয়েছেন, মামলার এজাহার অনুযায়ী গত ১৯ নভেম্বর রাতে লালপুরের গোপালপুরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পাঁচটি ককটেল, দুটি পেট্রোল বোমা এবং ২১ নভেম্বর নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন ভবনের পাশ থেকে আটটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আবদুর রাজ্জাক নামে এক বিএনপি কর্মীকে পুলিশে দিয়েছে।
বাদী যুবলীগ কর্মী নেওয়াজ শরীফ বিকির দাবি, বিএনপি অফিস থেকে গালাগাল করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হামলা করা হয়। তবে স্থানীয়রা ও বিএনপি নেতারা বলছেন, এমন ঘটনা ঘটেনি।
সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, পুলিশ কাউকে হয়রানি করছে না। আটটি ককটেল সাক্ষীদের সামনে উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন