- রাজনীতি
- উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা: ডা. জাফরুল্লাহ
উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা: ডা. জাফরুল্লাহ

উন্নয়নে এখন নৌকা ডুবে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, 'আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদকে দেখে শিক্ষা নেওয়া প্রয়োজন। এত যদি উন্নয়ন করে থাকেন, তাহলে একটা সুষ্ঠু ভোট দেন।'
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চলমান সংকট উত্তরণে গণপরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা নিরপেক্ষ, শান্তিপূর্ণ রাষ্ট্র চায়, তাদের সঙ্গে নিয়েই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। মানুষ যা আয় করছে, তার সিংহভাগ চলে যায় শুধু চাল কিনতেই।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের বোঝা দরকার যে এমনই এক সরকার দেশ চালাচ্ছে, হিটলার বেঁচে থাকলে দেখে লজ্জা পেতেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগই সবচেয়ে অশান্তিতেই দুবার ক্ষমতা দখল করেছে। আগামী ১০ তারিখে কী হবে, যারা আন্দোলন করছে তারা আমাদের জানায়নি। ভাবনার বিষয়, মানুষ যেভাবে জেগেছে, তিন দিন ধরে চিড়া-মুড়ি নিয়ে বক্তব্য শুনছে। তারা ঢাকায় চলে আসলে শ্রীলঙ্কার মতো অবস্থা হয় কি না।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি চায় সচিবালয় থেকে পাবলিক টয়লেট পর্যন্ত তাদের লোক থাকবে। আওয়ামী লীগ আজ মুক্তিযুদ্ধের চেতনাকে ভেঙে খানখান করেছে।’
সোনার বাংলা পার্টির সহসভাপতি শেখ আব্দুন নুরের সভাপতিত্বে সভায় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন