- রাজনীতি
- সংলাপেই সমাধান খুঁজতে হবে: পরিকল্পনামন্ত্রী
সংলাপেই সমাধান খুঁজতে হবে: পরিকল্পনামন্ত্রী

সরকার ও বিরোধী দলের মধ্যে রাস্তার সংঘাত এড়াতে সংলাপ প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সাম্প্রতিক সময়ে রাজনীতির মাঠ দখল নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, মহাসমাবেশের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এ মুহূর্তে রাস্তায় বড় একটা সংস্কারের যে আন্দোলন চলছে, এটাও তো সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত।
এম এ মান্নান বলেন, আমরা করের ক্ষেত্রে সংস্কার করতে চাই। বিদ্যমান আইন হাতে নিয়েই এ সংস্কার করতে হবে। এগুলোকে ফেলে দেওয়া যাবে না। এগুলোর মধ্য থেকেই ভালোটা নিয়ে সংলাপের মাধ্যমে কর আইনের সংস্কার চালিয়ে যেতে হবে।
রাজপথের আন্দোলনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখন কর সংস্কার জায়গা থেকে যদি বাইরে আরও বড় জায়গায় নিয়ে যাই, যেখানে হট্টগোল হচ্ছে, সেখানে আরেক ধরনের সংস্কার দরকার। আসলে সংস্কার নয়, পরিবর্তন দরকার। এবং এ পরিবর্তন হতে হবে বিদ্যমান আইনের মধ্য দিয়ে। সংবিধান, সংশ্নিষ্ট অন্যান্য আইন এবং নির্বাচন কমিশন মেনে নিয়ে। এগুলোকে মেনে নিয়ে সংস্কার আন্দোলন চালাতে হবে। এটা রাজনৈতিক আন্দোলন বা যা-ই হোক।
মন্ত্রী বলেন, দেশে প্রতিটি ক্ষেত্রে সংস্কার দরকার। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। উচ্চ আদালত আদেশে সামরিক শাসনের সময়কার আইন বদলাতে বলেছেন। কিন্তু সরকার দেখেছে, সবটা ফেলা যাবে না। কারণ কিছু কিছু ভালো কাজও তারা (সামরিক সরকার) করেছে।
মন্তব্য করুন