- রাজনীতি
- যেকোনো মূল্যে ১০ ডিসেম্বর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে: টুকু
যেকোনো মূল্যে ১০ ডিসেম্বর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে: টুকু

ছবি: সমকাল
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবেই। সরকারে কোনো ষড়যন্ত্র, কোনো বাধা মানা হবে না। যেকোনো মূল্যে জনগণের এ সমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে। এই সমাবেশ থেকেই বাংলাদেশের নতুন ইতিহাস রচনা করা হবে।’
সোমবার ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির সমাবেশে জনগণের অংশগ্রহণ দেখে এই অবৈধ সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে। এ জন্য তারা নানান ছলচাতুরি শুরু করেছে। কিন্তু এবার আর রক্ষা হবে না। জনতার উত্তল ঢেউ এই অবৈধ সরকারের ক্ষমতার মসনদকে ভেঙে চুরমার করে দেবে। এ জন্য জাতীয়তাবাদী আদর্শের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমে আসতে হবে। জনতার কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চস্বরে উচ্চারণ করতে হবে- এই সরকারকে আর চাই না। এদেরকে এখনই পদত্যাগ করতে।’
যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘আরও হামলা হতে পারে, আরও রক্ত ঝরতে পারে, আমাদের অনেক ভাই কিংবা আমাকেও জীবন দিতে হতে পারে। কিন্তু এরপরও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চলমান আন্দোলনকে চূড়ান্ত আন্দোলনে রূপ দিতে হবে। রক্ত যখন দিতে শুরু করেছি, তখন সরকারে কোনো হুমকি-ধামকি কিংবা হত্যা-নির্যাতন, গুম-খুনকে পরোয়া করি না। ১০ ডিসেম্বর হবে এই সরকারের পতনের সূচনা সমাবেশ।’
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সহ আরও অনেকে।
মন্তব্য করুন