- রাজনীতি
- বিএনপি পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, বঙ্গবন্ধু পরিষদের সভায় বক্তারা
বিএনপি পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, বঙ্গবন্ধু পরিষদের সভায় বক্তারা

ছবি: সমকাল
রাবঙ্গবন্ধু পরিষদের এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে বিএনপি জোট অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে ফার্মেসি অনুষদ বিভাগের লেকচার থিয়েটার হলে 'অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পায়তারা রুখে দাঁড়ানোর এখনই সময়' শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, ঢাবি ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. জিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু ও রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ড. লিয়াকত হোসেন মোড়ল, এস এম লুৎফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সাহেদ ইমরান, বঙ্গবন্ধু পরিষদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী, উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বিশ্ব মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, করোনার থাবা যখন বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে, তখনও আমাদের অর্থনীতি বেশ মজবুত ও শক্তিশালী। বিএনপি-জামায়াত জোট মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে। সমস্ত মিথ্যাচারের জবাব দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে।’
অধ্যাপক ড. কামরুল হাসান খান বলেন, ‘দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবিক মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে বারবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বিজয় নিশ্চিত করতে হবে।’
মন্তব্য করুন