ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ পালানোর পথ পাবে না: মান্না

আওয়ামী লীগ পালানোর পথ পাবে না: মান্না

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:২১

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকারের অলিগার্ক ব্যবসায়ীরা এখন ক্যারিবিয়ান পাসপোর্ট করছে দেশ থেকে পালানোর জন্য। ওদের মধ্যে ইয়ানফসি ইয়ানফসি শুরু হয়েছে। সরকারের অলিগার্করা পালিয়ে গেলেও আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সারা পৃথিবীতে ওরা গণতন্ত্র ও মানবাধিকার হরণকারী হিসেবে স্বীকৃত। কেউ তাদের জায়গা দিবে না।’ 

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ’ সমাবেশে এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার নিজেই সিন্ডিকেট। তারা সিন্ডিকেট ভাঙবে কীভাবে? সব চোর, বাটপারদের নিয়ে সরকার বানিয়েছে। এরা জনগণের সম্পদ লুট করবে আর বিদেশে পাচার করবে। আওয়ামী লীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। এতদিন যারা তাদের সমর্থন দিয়েছে, সেই চীন, রাশিয়াও চাপ দিতে শুরু করেছে। নতুন করে ঋণ তো দিবেই না আগের ঋণের টাকা ফেরত চাইছে। সরকারের কাছে ডলার নাই, টাকাও নাই। ব্যাংকে টাকা নাই। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিচ্ছে এস আলমের ব্যাংকগুলোয়। এভাবে ওরা বেশিদিন দেশ চালাতে পারবে না। দেশকে পুরোপুরি ধ্বংস করার আগেই এই সরকারকে বিদায় করতে হবে।’

নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসী আক্তারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক নারী ঐক্যের আহবায়ক শাহনাজ রানু।

whatsapp follow image

আরও পড়ুন

×