- রাজনীতি
- ছাত্র ইউনিয়নের ঐক্যবদ্ধ জাতীয় সম্মেলন ৯ থেকে ১১ ফেব্রুয়ারি
ছাত্র ইউনিয়নের ঐক্যবদ্ধ জাতীয় সম্মেলন ৯ থেকে ১১ ফেব্রুয়ারি

ছাত্র ইউনিয়নের ৪১তম ঐক্যবদ্ধ জাতীয় সম্মেলন আগামী বছরের ৯ থেকে ১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিবদমান ছাত্র ইউনিয়নের দুটি অংশ একীভূত হচ্ছে।
সম্মেলন সফল করার লক্ষ্যে ৫০১ সদস্যের প্রস্তুতি পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হয়েছেন অনিক রায় এবং আহ্বায়ক হয়েছেন সুমাইয়া সেতু। শনিবার যৌথ কর্মিসভার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি পরিষদ ঘোষণা করা হবে।
মন্তব্য করুন