- রাজনীতি
- অর্থ পাচারকারীদের তালিকা চায় বাম জোট
অর্থ পাচারকারীদের তালিকা চায় বাম জোট
দেশ থেকে অর্থ পাচারকারী ও ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, রাতের ভোটে কারসাজি করে ক্ষমতায় থাকার কারণে জনগণের প্রতি সরকারের কোনো অঙ্গীকার নেই। এ কারণে সরকার ব্যাংক ডাকাত ও টাকা পাচারকারীদের প্রশ্রয় দিচ্ছে। ব্যাংক ডাকাতি, ঋন খেলাপি ও কর ফাঁকির ঘটনা এমন পর্যায়ে চলে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর পর্যন্ত মুখ খুলতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে গরিব কৃষককে সামান্য টাকার জন্য জেলে পুরছে সরকার।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের গণমিছিলপূর্ব সমাবেশে নেতারা এসব কথা বলেন।বাম জোটের ঢাকা মহানগর সমন্বয়ক ডা.সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাম জোটের সমন্বয়ক ও সিপিবি'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, বাসদের (মার্কসবাদী) ডা. জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহিদুল ইসলাম সবুজ, সিপিবি'র জলি তালুকদার, সমাজতান্ত্রিক আন্দোলনের মোদাচ্ছের হোসেন বাবুল প্রমুখ।
রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে মানুষের কথা বলার অধিকার নেই। সংবাদমাধ্যমকে ভীতির ভেতর কাজ করতে হচ্ছে। সব তথ্য আমরা জানছি না। কিন্তু যতটুকু জানছি ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। অর্থনীতি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। জননিরাপত্তা নেই, দ্রব্যমূল্য মানুষের জীবনে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করছে।
সমাবেশ শেষে একটি গণমিছিল পল্টন, বিজয়নগর, শান্তিনগর ও মালিবাগ হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়। বাম জোট নেতাকর্মীরা লাল পতাকা হাতে মিছিলে যোগ দেন।
মন্তব্য করুন