- রাজনীতি
- দুই মামলায় আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুলসহ পাঁচ বিএনপি নেতা
দুই মামলায় আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুলসহ পাঁচ বিএনপি নেতা

আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি-ফোকাস বাংলা)
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা। বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে তারা আদালত ত্যাগ করেন।
মির্জা ফখরুলের সঙ্গে এই দুই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা দেন তারা।
তিন বছর আগের করা এ মামলায় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করেছেন বিচারক। এ মামলায় আসামি রয়েছেন ৬৭ জন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন।
মন্তব্য করুন