- রাজনীতি
- ডা. এস এ মালেক স্মরণে দোয়া মাহফিল
ডা. এস এ মালেক স্মরণে দোয়া মাহফিল

ডা. এস এ মালেক (ফাইল ছবি)
প্রয়াত ডা. এস এ মালেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মরহুমের পরিবার। শুক্রবার বাদ আছর পান্থপথে অবস্থিত পানি ভবনে (লেভেল-১১) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ডা. এস এ মালেকের চার সন্তান নাদিরা রহমতউল্লাহ, এস এ এ মামুন, মাজিদ সুমন ও অবনী মাহবুব এর পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের প্রয়াত পিতা মরহুম ডা. এস এ মালেকের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনার জন্য শুক্রবার বাদ আছর পান্থপথে অবস্থিত পানি ভবনের লেভেল-১১ এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক মঙ্গলবার রাতে মারা যান। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।
মন্তব্য করুন