- রাজনীতি
- ফের সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
ফের সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

একদিনের ব্যবধানে আবারও সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ শুক্রবার বেলা তিনটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বক্তব্য রাখবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের পর জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। আজ শুক্রবার সকাল ১১টায় ভার্চুয়ালি এই শুরু হয়। এরই মধ্যে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে দলটি।
একদিন আগেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারও সংবাদ সম্মেলন করবে বিএনপি।
এদিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায় বলে তাদের পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন