বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন চেয়ে আদালতে আবেদন দাখিল করা হয়েছে। এর আগে আজ শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করা হয়। 

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম উদ্দিনের আদালতে এই জামিন আবেদনের ওপর শুনানি হবে।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে গোয়েন্দা পুলিশের একটি গাড়িতে তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপরই তাদের পক্ষের আদালতে জামিন আবেদন দাখিল করা হয়।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ডিবি অফিস থেকে আদালতের হাজত খানায় নেওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন রকমের যেন অরাজকতা সৃষ্টি হতে না পারে তার জন্যই এ নিরাপত্তার ব্যবস্থা বলে জানিয়েছেন দায়িত্বরত লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

তিনি আরও বলেন, আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছি।