রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি লতিফুর রহমান মিলনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কার করে রংপুর মহানগর আওয়ামী লীগ। রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি বিষয়টি নিশ্চিত করেছেন।

সফি জানান, দলের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পরামর্শে এবং মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্তে শুক্রবার মিলনকে বহিষ্কার করা হয়েছে।

তবে মিলন জানান, নির্বাচনে তিনি দলের মনোনয়ন চাননি। শুরু থেকেই তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে দলের পদ-পদবি ছাড়া নির্বাচনের প্রচার চালিয়ে আসছেন। এতে তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কথা নয়।