- রাজনীতি
- সরকার নাগরিক অধিকার হরণ করছে: বাম জোট
সরকার নাগরিক অধিকার হরণ করছে: বাম জোট

অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, সভা-সমাবেশ ও মিছিলে বাধা দিয়ে আওয়ামী লীগ সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্রমাগত হরণ করে চলেছে। এই সরকারকে উৎখাত এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সব বাম-গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সংবাদ সম্মেলনে বিরোধী মত দমনের হীন পথ পরিহার করে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলের সভা-সমাবেশ করতে দেওয়া, বিএনপি কার্যালয়ে হামলা ও হত্যাকাণ্ডে দায়ী পুলিশের বিচার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাদের মুক্তি, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদান এবং গণগ্রেপ্তার ও গায়েবি মামলা বন্ধের দাবি জানানো হয়। এসব দাবিতে ১৩ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারের দুঃশাসন ও লুটপাটের কারণে জাতীয় ও জনজীবনে সংকট সর্বগ্রাসী রূপ নিয়েছে। গণতন্ত্রহীনতা ও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিদেশি শক্তি ও দেশের অভ্যন্তরের অন্ধকারের শক্তিও মাথাচাড়া দিয়ে উঠছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। অথচ দলীয় নেতাকর্মীদের এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, 'যে হাত দিয়ে মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে' এবং 'যে হাত দিয়ে আগুন দিতে আসবে, সে হাত আগুনে পুড়িয়ে দিতে হবে'। এ ধরনের বক্তব্য সংঘাত-সংঘর্ষকে উস্কে দেওয়ার শামিল।
মন্তব্য করুন