- রাজনীতি
- গণসমাবেশগামী ঠেকাতে মাঠে আওয়ামী লীগ
রাজধানীতে বিএনপির বিভাগীয় কর্মসূচি
গণসমাবেশগামী ঠেকাতে মাঠে আওয়ামী লীগ

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ছবি-সমকাল
রাজধানীর গোলাপবাগে শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা দু-একদিন আগে থেকেই রাজধানীর প্রাণকেন্দ্রে আসতে শুরু করেন। তাঁদের ঠেকাতে রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাঁরা হুমকি দিয়ে নানা স্লোগানসহ মিছিল এবং মোটরসাইকেল ও লাঠিসোটা নিয়ে মহড়া দিচ্ছেন। এতে আতঙ্ক সৃষ্টি হচ্ছে সাধারণ জনগণের মধ্যে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি হচ্ছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা। শুক্রবারও 'বিএনপির নৈরাজ্যের' প্রতিবাদে ও 'নাশকতামূলক কর্মকাণ্ড' প্রতিহতের নামে চট্টগ্রাম, রাজবাড়ী, ময়মনসিংহ, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নিয়ে সড়কে অবস্থান নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নগরীর আগ্রাবাদ চৌমুহনী, লালখান বাজারসহ অনেক এলাকায় দলের নেতাকর্মীদের ট্রাকে করে মিছিল করতে দেখা যায়। বিএনপির লোকজনকে ঠেকাতে ও তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।রাজবাড়ী শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ সমাবেশ ও শোডাউন করেছে জেলা আওয়ামী লীগ। দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন। ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইটাভাড়া ব্রিজ, বছিলা সেতু দক্ষিণ প্রান্ত ঘাটারচর, বাবুবাজার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দক্ষিণ প্রান্ত ও বুড়িগঙ্গা প্রথম সেতু এলাকায় মোড়ে মোড়ে আওয়ামী লীগের শত শত অনুসারী অবস্থান নিয়ে গণসমাবেশগামী বিএনপি নেতাকর্মীদের ঠেকানোর চেষ্টা করছেন। ক্ষণে ক্ষণে দিচ্ছেন মহড়া। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ছাড়া জেলা যুবলীগের উদ্যোগে উপজেলার মৌচাক এলাকায় মিছিল ও সমাবেশ হয়েছে।
ময়মনসিংহের ভালুকা পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ সময় তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিএনপির গণসমাবেশবিরোধী নানা স্লোগান দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকাসহ পুরান ঢাকার সদরঘাট, শ্যামবাজার, শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার, রায়সাহেব বাজার, কোতোয়ালি, সূত্রাপুর ও বংশালের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ক্ষণে ক্ষণে করছেন বিক্ষোভ মিছিল, দিচ্ছেন মহড়া।
নারায়ণগঞ্জের চাষাঢ়া, দুই নম্বর রেলগেটসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ। তারা গণসমাবেশগামীদের হুমকি দিয়ে নানা স্লোগান দেন এবং বিএনপির সমালোচনা করেন। গাজীপুরের আবদুল্লাহপুর ব্রিজ, মাওনা চৌরাস্তা, জয়দেবপুর চৌরাস্তা, শ্রীপুরের জৈনা বাজার ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। তাঁরা দিনভর বিক্ষোভ মিছিল করেন।
মন্তব্য করুন