ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিএনপির ১০ দফা দাবিতে ১১ দলের সমর্থন

বিএনপির ১০ দফা দাবিতে ১১ দলের সমর্থন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২ | ১৩:২৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ | ১৩:২৪

বিএনপি ঘোষিত ১০ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১১টি রাজনৈতিক দল। এসব দলের সবক'টি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক।

গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে এসব দলের নেতারা বলেন, বর্তমান সরকারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে। অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

তাঁরা আরও বলেন, আগামীতে বিএনপির যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করতে যুগপৎ ধারায় এবং যৌথভাবে তাঁরা রাজপথে থাকবেন।

বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×