বই পড়ে কারাগারে সময় কাটছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। বুধবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই নেতার সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান তাঁদের সহধর্মিণীরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, বুধবার তাঁর সঙ্গে দেখা হয়েছে। কিছু বই আগেই পাঠিয়ে দিয়েছিলাম। বই এখন তাঁর কারাগারে প্রতিদিনের সঙ্গী। আপনি জানেন, তিনি শিক্ষক মানুষ। বই পড়া তাঁর প্রতিদিনের অভ্যাস। শারীরিক অবস্থা 'মোটামুটি' উল্লেখ করে তিনি বলেন, মনোবল দৃঢ় আছে। 'কিছু ওষুধপত্রও' দেওয়া হয়েছে বলে জানান রাহাত আরা।

তিনি জানান, গত কয়েকদিন কারাগারে তাঁর 'কষ্ট' করতে হয়েছে। গত সোমবার রাতে ডিভিশন কক্ষ দিয়েছে কারা কর্তৃপক্ষ। মির্জা ফখরুল এই সরকারের আমলে আরও ৫ বার কারাগারে গেছেন। তাঁর বিরুদ্ধে ৮৭টি মামলা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও একই কারাগারে রয়েছেন। বুধবার সকালে কারাগারে তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাসও স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, তাঁর শরীরটা একেবারেই ভালো না। গত কয়েকদিন কঠিন কষ্টের মধ্যে তাঁকে দিনযাপন করতে হয়েছে। প্রথম তিন দিন মহাসচিব ও তাঁকে সাধারণ কয়েদিদের সঙ্গেই ফ্লোরে কম্বল বিছিয়ে ঘুমাতে হয়েছে। উচ্চ আদালতে রিট করার পর তাঁদের ডিভিশন দেওয়া হয়।

আফরোজা আব্বাস জানান, বুধবার রাজনৈতিক ও মেডিকেল সায়েন্সের কিছু বইপত্র এবং কোরআন শরিফ দিয়ে এসেছি। ওষুধপত্র দেওয়া হয়েছে। শারীরিকভাবে খুব একটা ভালো না হলেও মানসিক শক্তি ও মনোবল দৃঢ় আছে। নেতাকর্মীর খোঁজ-খবরও জেনেছেন তিনি। গত রোববার কারাগারের বাথরুমে পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পান মির্জা আব্বাস।

গত শুক্রবার রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশ উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ও শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায়। পরদিন সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

মির্জা আব্বাস এক-এগারোর সময় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও কয়েক দফা কারাগারে যান তিনি।