- রাজনীতি
- নেতৃত্ব বদল নাকি পুনর্বহাল দোলাচলে পদপ্রত্যাশীরা
নেতৃত্ব বদল নাকি পুনর্বহাল দোলাচলে পদপ্রত্যাশীরা

নেতৃত্ব বদল নাকি পুরোনো নেতৃত্বই পুনর্বহাল হচ্ছে- এমন দোলাচলে যুব মহিলা লীগের পদপ্রত্যাশীরা। তবে সংগঠনের নেতৃত্বপ্রত্যাশীদের লবিং-তদবির থেমে নেই। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ইচ্ছুক নেতারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের দ্বারস্থ হচ্ছেন। এই দুই পদে ২০ জনেরও বেশি প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে সবাই এখন তাকিয়ে প্রধানমন্ত্রীর দিকেই।
সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন শেখ হাসিনা। উদ্বোধনী অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। একই সঙ্গে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করার কথা। তবে শেষ পর্যন্ত আজকের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা নাও হতে পারে- এমন আভাস মিলেছে একাধিক সূত্রে। ছাত্রলীগের মতো যুব মহিলা লীগের নতুন কমিটিও আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগে ঘোষণার সিদ্ধান্ত হতে পারে।
যুব মহিলা লীগের ৭৪টি সাংগঠনিক জেলার ৩০ হাজার প্রতিনিধি ও কাউন্সিলরের পাশাপাশি সারাদেশের নেতাকর্মীরা জাতীয় সম্মেলনে যোগ দেবেন। আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতারা চাইছেন, এবারের সম্মেলনের মধ্য দিয়ে যুব মহিলা লীগের শীর্ষ দুই পদে পরিবর্তন আনা হোক। দুই পদে পরিবর্তনের সম্ভাবনা জোরালো হওয়ায় এবার পদপ্রত্যাশীর সংখ্যাও অনেক বেশি। এর আগে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত চাওয়া হলে অনেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে প্রার্থিতার আবেদনপত্র জমা দিয়েছেন। জানা গেছে, প্রকাশ্যে তৎপরতা না চালালেও প্রধানমন্ত্রী চাইলে বর্তমান সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল- দু'জনেই তৃতীয়বারের মতো সংগঠনের নেতৃত্ব দিতে আগ্রহী।
তবে সাধারণ সম্পাদক অপু উকিল এবার সভাপতি পদে আসতে চাইছেন। এই পদে আরও আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি জাকিয়া পারভীন মনি, আদিবা আঞ্জুম মিতা, কোহেলী কুদ্দুস মুক্তি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন প্রমুখের নাম। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান সহসভাপতি শিরিনা নাহার লিপি, আলেয়া সারোয়ার ডেইজী, আফরোজা মনসুর লিপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানাজ পারভীন ডলি, শারমীন আক্তার নিপা, শামসুন্নাহার রত্না, জেদ্দা পারভীন খান রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, মাহফুজা রিনা, আইনবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট নাভানা আক্তার প্রমুখ। এ প্রসঙ্গে বর্তমান সভাপতি নাজমা আকতার সমকালকে বলেছেন, কোনো পদে তিনি প্রার্থী হবেন না। এবার নতুনরা আসুক- সেটাই চাইছেন তিনি। তবে নেত্রী (শেখ হাসিনা) তাঁকে যেখানেই দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করবেন। অধ্যাপক অপু উকিল বলেছেন, তিনি কোনো পদ চাইবেন না। নেত্রী যেটা ভালো মনে করবেন, সেখানেই থাকতে চান তিনি।
মন্তব্য করুন