- রাজনীতি
- যুব মহিলা লীগের সভাপতি ডেইজি, সম্পাদক লিলি
যুব মহিলা লীগের সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

আলেয়া সারোয়ার ডেইজি ও শারমীন সুলতানা লিলি
যুব মহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি। সাধারণ সম্পাদক হয়েছেন শারমীন সুলতানা লিলি। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলো।
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।
নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি সংগঠনের আগের কমিটির সহ-সভাপতি এবং শারমীন সুলতানা লিলি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সম্মেলন মঞ্চ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটিও ঘোষণা করেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিলুফা রহমান। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগে তাহেরা খাতুন লুৎফা সভাপতি এবং শামীমা রহমান সাধারণ সম্পাদক হয়েছেন।২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করে ছাত্রলীগের সাবেক নেত্রীদের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেন। সেই কমিটিতে বিদায়ী সভাপতি নাজমা আক্তার আহ্বায়ক এবং বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল যুগ্ম আহ্বায়ক ছিলেন।
২০০৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক হন। তিন বছর পরপর যুব মহিলা লীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও ১৩ বছর পর ২০১৭ সালের ১১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সম্মেলনে একই নেতৃত্বকে পুনর্বহাল করা হয়। এই হিসেবে টানা ২০ বছর ধরে সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন নাজমা আক্তার ও অপু উকিল।
মন্তব্য করুন