- রাজনীতি
- মার্কিন রাষ্ট্রদূতের আচরণ ক্ষমার অযোগ্য: রাশেদ খান মেনন
মার্কিন রাষ্ট্রদূতের আচরণ ক্ষমার অযোগ্য: রাশেদ খান মেনন

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আচরণ ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, একাত্তরে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে জামায়াত, আল-বদররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এখন মানবাধিকার পরিস্থিতি নিয়ে সেই দেশটির উদ্বেগ প্রকাশে বিস্মিত হওয়া ছাড়া উপায় থাকে না।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খান মেনন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভা হয়।
সভায় দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, 'মুক্তিযুদ্ধের নেতৃত্ব বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের হাতে থাকলেও বামপন্থিদের যথেষ্ট অবদান ছিল। কিন্তু বামরা আজ বিভক্ত হয়ে সরকারের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছে। এখন বামদের সিদ্ধান্ত নিতে হবে- কোন পথে অগ্রসর হয়ে তারা শক্তি সঞ্চয় করবে।'
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমদ বকুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
একই দিন রাজধানীর গোপীবাগে মুক্তিযুদ্ধের সময় আলবদরের হাতে নিহত তিন শহীদ সহোদর- বদিউজ্জামান, সিরাজ ও মুল্লুক জাহানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রাশেদ খান মেনন বলেন, 'পিটার হাসের আচরণ রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণ এবং শহীদদের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ।'
মন্তব্য করুন