- রাজনীতি
- যুবদল নেতাকে না পেয়ে ভাই-ভাতিজাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
যুবদল নেতাকে না পেয়ে ভাই-ভাতিজাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন মিরাজকে না পেয়ে তার ভাই ও ভাতিজাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার।
সাজ্জাদের পরিবার জানিয়েছে, গত বুধবার রাতে রাজধানীর মিরপুর-১ এলাকার বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সাজ্জাদের ভাই ও ভাতিজাকে তুলে নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রাত সাড়ে ১১টায় সাদা পোশাকের পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে সাজ্জাদের খোঁজ করতে থাকেন। কিন্তু সাজ্জাদকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করেন এবং সাজ্জাদের বড় ভাই মোসাদ্দেক হোসেন (৫৫) ও ভাতিজা মশিউর রহমান রাহিকে (৩৬) আটক করে নিয়ে যায়। তবে ওই দু'জনের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয়।
পরিবারের সদস্যদের দাবি, সাজ্জাদের খোঁজ দিতে পারলে তার ভাই ও ভাতিজাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আটকের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়নি।
যুবদল নেতা সাজ্জাদ সমকালকে জানান, তার ভাই ও ভাতিজা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই। এরপরও তাদের আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মন্তব্য করুন