বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণ এ সরকারকে যত দ্রুত সম্ভব বিদায় করবে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 'মহান বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

ড. মোশাররফ বলেন, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে বর্বরতা চালানো হয়েছে, এমনটি পাকিস্তানের হানাদার বাহিনীও চালায়নি। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা ইচ্ছা, তাই করছে। গুম হওয়া একজনের পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাসায় গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে সরকারের লোকজন তাঁকে অপমান করেছে। এটা দেশের জন্য লজ্জার। এগুলো সরকার কীভাবে লুকিয়ে রাখবে। তিনি বলেন, দেশের সংকট জনগণ মোকাবিলা করবে, তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতা অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম প্রমুখ।