- রাজনীতি
- বিজয় শোভাযাত্রার আগে আ. লীগের সংক্ষিপ্ত সমাবেশ
বিজয় শোভাযাত্রার আগে আ. লীগের সংক্ষিপ্ত সমাবেশ

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ। ছবি-সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। সেখানে বিজয় শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ করছে দলটি।
শনিবার বেলা পৌনে দুইটার দিকে এই সমাবেশের আনুষ্ঠানিক সূচনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
রাজধানীর বিজয় শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে এসে জমায়েত হতে শুরু করেন। বিজয় মিছিলে যোগ দিতে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে জমায়েত হন নেতাকর্মীরা। বিজয় শোভাযাত্রায় যোগ দিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ঢল নেমেছে নেতাকর্মীদের।
শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে শুরু হবে। শোভাযাত্রা শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
বিজয় শোভাযাত্রার আগের সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন।
সমাবেশে নেতারা বলেন, ৫১ বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়। কিন্তু বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আরেকটি লড়াই দরকার। এই লড়াইয়ের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে।
সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এই শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ।
মন্তব্য করুন