ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, আমরা যতদিন দায়িত্বে আছি, সারা বাংলাদেশে প্রতি সপ্তাহে সম্মেলনের উৎসব হবে। আমরা দেশের প্রতিটি জেলা, উপজেলায় সপ্তাহে, অর্ধমাসে অথবা মাসে সম্মেলনের নিশ্চয়তা দিচ্ছি।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সৌজন্য সাক্ষাতে তিনি এ সব কথা বলেন।

শেখ ইনান বলেন, করোনা মহামারি থেকে বিশ্ব ধীরে ধীরে উঠে আসছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনা নিয়ে অন্তত আমরা যতদিন দায়িত্বে আছি, সারা বাংলাদেশে প্রতি সপ্তাহে সম্মেলনের উৎসব হবে। উপজেলা, জেলা পর্যায়ের ইউনিটে সপ্তাহে, অর্ধমাসে অথবা মাসে সম্মেলনের নিশ্চয়তা দিচ্ছি।

ছাত্রলীগের আর্থিক বিষয়াদি নিয়ে এক প্রশ্নের জবাবে ইনান বলেন, আমরা হৃদয়ের আবেগ, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগ করি। আমাদের অর্থনৈতিক তেমন বিষয় নেই, যেটুকু আছে তার জন্য আমারা সদস্যদের কাছ থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করি তাতে হয়ে যায়।

ছাত্রলীগের পঞ্চাশ লক্ষ কর্মী মাসে দশটাকা করে সাংগঠনিক চাঁদা দেয় বলেও জানান তিনি।

জাতীয় নির্বাচন এবং কমিটির পদায়নে তারা বাংলাদেশের অলিগলি চষে বেড়াবেন জানিয়ে ইনান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশ চষে বেড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক সংগঠন গতিশীল করার জন্য সমগ্র বাংলাদেশের অগিগলি চষে বেড়াবো। এটা যদি আমরা না করতে পারি তাহলে প্রধানমন্ত্রীর প্রকৃত কর্মী হতে হতে পারব না।  

বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ধরণের কাজ ছাত্রলীগ সমর্থন করে না। আমাদের দায়িত্ব থাকাকালীন সাংবাদিকদের সঙ্গে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।