নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:০৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১১
সরকারের পদত্যাগ, নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নতুন কর্মসূচি হলো- আগামী মঙ্গল ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা সদরে, রোববার (১৮ ফেব্রুয়ারি) সব উপজেলা এবং সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটরা আরও বেশি বেপরোয়া হয়ে লুটপাটে মেতে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ি ভাড়া বাড়ছে জ্যামিতিক হারে, যেখানে নেই কোনো নীতিমালা। অথচ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়ায় ডুপ্লেক্স বাড়িতে থাকেন সচিবরা।
বিএনপি এ নেতা আরও বলেন, মানুষ এখন মুরগির বদলে মুরগির চামড়া ও ঠ্যাং কিনে খাচ্ছে। শুধু সরকারি দলের সিন্ডিকেটের কারণে এ ভরা মৌসুমে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। জনস্বার্থের কথা বিবেচনায় না নিয়ে এর মধ্যে বেশ কয়েকবার বেআইনিভাবে বাড়ানো হয়েছে গ্যাস-বিদ্যুৎ ও পানির দাম।