ক্যান্টিন পরিচালকের দাড়ি ছিঁড়ে ছাত্রলীগ নেতা বহিষ্কার
আরাফাত হোসাইন অভি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিনে পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন পরিচালককে মারধর করে দাড়ি ছিঁড়ে ফেলায় আরাফাত হোসাইন অভিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরাফাত হোসাইন অভি মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ঘনিষ্ঠ বলে ক্যাম্পাসে পরিচিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভিকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন মালিক ফাহিম হোসেনকে মারধর করে তার দাড়ি ছিঁড়ে ফেলেন অভি। এ সময় ক্যান্টিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী ক্যান্টিন মালিক সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।