ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সরকারই এখন বৃহৎ সিন্ডিকেট: গণতন্ত্র মঞ্চ

সরকারই এখন বৃহৎ সিন্ডিকেট: গণতন্ত্র মঞ্চ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৫১

দেশের সব ক্ষেত্রেই সরকারের পৃষ্ঠপোষকতায় একটা সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিমত প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা অভিযোগ করে বলেছেন, কার্যত এই সরকারই এখন এক বৃহৎ সিন্ডিকেট।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় নেতারা এ অভিযোগ করেন। সভায় সিদ্ধান্ত হয়, ‘ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে’ গণতন্ত্র মঞ্চ ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। আগামী শুক্রবার বেলা তিনটায় পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ হবে।

সভায় নেতারা বলেন, ‘এই সরকারের পৃষ্ঠপোষকতায় সব ক্ষেত্রে সিন্ডিকেটের ফলে দেশে লুটপাট ও নৈরাজ্য কায়েম হয়েছে। ব্যাংকসহ আর্থিক খাতের পরিস্থিতি গভীর সংকটে পড়েছে।’ 

বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তারা বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের মানুষের স্বার্থ অনুযায়ী এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্য বাস্তবায়নের উপযোগী নীতি গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে সরকার। যে কোনোভাবে ক্ষমতায় থাকার বিনিময়ে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিকিয়ে দিতেও তারা দ্বিধা করছে না। গণআন্দোলন জোরদার করতে সব গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান নেতারা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন

×