- রাজনীতি
- আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেবে আ'লীগ: কাদের
আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেবে আ'লীগ: কাদের

আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলের নেতাকর্মীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পৃষ্ঠপোষকতায় আজকে মাঠে নেমেছে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী। এদের প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আমরা যে কোনো ধরনের ষড়যন্ত্র এবং আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা। যারা আমার দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে, আমার দেশে যারা সাম্প্রদায়িকতার উত্থান ঘটিয়েছে, সেই বিএনপির হাতে এই দেশের ক্ষমতা আমরা তুলে দিতে পারি না।
বিএনপির 'সরকার পতনের' আন্দোলনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বর তো গেল! আওয়ামী লীগ কি মোকাবিলা করেনি? আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। অনেক বেশি শক্তিশালী।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি। কিন্তু এই বিজয় পূর্ণতা পায়নি যতক্ষণ না পাকিস্তানের কারাগারে বন্দি বিজয়ের মহানায়ক শেখ মুজিব মুক্তি পান।
মন্তব্য করুন