আওয়ামী লীগ আবারও বিনা ভোটে পাস করার পায়তারা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বুধবার বিকেলে নগরীর ভুবনমোহন পার্কে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান। গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি ও বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি।

টুকু বলেন, বিএনপির সভায় মানুষ চিড়ামুড়ি ও গুড় নিয়ে পায়ে হেঁটে উপস্থিত হয়। আর আওয়ামী লীগের সভায় বিরিয়ানি খাইয়ে, জনপ্রতি ৫০০ টাকা দিয়ে এবং যাতায়াতে ট্রেন ফ্রি করে মানুষকে উপস্থিত করাতে হয়। আর বিএনপির সভার ৫ দিন আগে থেকে ধর্মঘট-হরতাল শুরু করে দেওয়া হয়। কেন এই বৈষম্য? 

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ ১৪ বছর যাবৎ বাংলাদেশ থেকে গণতন্ত্র উধাও করে দিয়েছে। আর তারেক রহমান গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, জনগণের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।