- রাজনীতি
- বিএনপির পদযাত্রা শুরু
বিএনপির পদযাত্রা শুরু

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সমকাল
'গণতন্ত্র পুনরুদ্ধার' ও ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। আজ বেলা আড়াইটার দিকে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।
পদযাত্রায় অংশ নিয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মী। পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির কেন্দ্রীয় নেতারা পদযাত্রায় অংশ নিয়েছেন।
রাজধানীতে চার দিনের পদযাত্রার প্রথম দিনের কর্মসূচিটি আজ মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।
ঢাকার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আমিনুল হক।
মন্তব্য করুন