- রাজনীতি
- ফের নৌকা প্রতীকের জনসভায় এমপি শিমুল, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ফের নৌকা প্রতীকের জনসভায় এমপি শিমুল, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নির্বাচনী জনসভার মঞ্চের পাশে ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল- সমকাল
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল আচরণবিধি লঙ্ঘন করে ফের নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার নাচোল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর জনসভায় যোগ দিয়েছিলেন এমপি শিমুল ও সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
জানা গেছে, শনিবার চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর জনসভায় যান এমপি শিমুল। তিনি মঞ্চে না উঠলেও সামনে একটি চেয়ারে বসেছিলেন। কিছু সময় জনসাধারণের সঙ্গে মঞ্চের পেছনে ও পাশে দাঁড়িয়ে কুশল বিনিময় করেন।
তবে আচরণবিধি লঙ্ঘন করে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি এবং মঞ্চেও ওঠেননি বলে দাবি করেছেন এমপি শিমুল। তিনি বলেন, শুক্রবারের জনসভায় আওয়ামী লীগের দুই সভাপতিমণ্ডলীর সদস্য, দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ কারণে তিনিও সেখানে যান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিব খান বলেন, আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্যরা কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে নির্বাচনী জনসভায় যেতে পারবেন না, এমনকি জনসভা প্রাঙ্গণেও থাকতে পারবেন না।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হবে।
মন্তব্য করুন