কাজ না পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধর করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে।

আজ রোববার বিকালে নগরের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভেঙে ফেলা হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনে সাধারণ সভা ছিল। সভা শেষে বেলা পৌনে ৪টায় টাইগারপাসের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী। এ সময় প্রায় ২০-২৫ জন ঠিকাদার অনুমতি ছাড়া তার কক্ষে ঢুকে পড়েন। কথা বলার এক পর্যায়ে প্রকল্প পরিচালকের ওপর অর্তকিতভাবে হামলা করেন ঠিকাদাররা। এ সময় ঠিকাদাররা ওই প্রকল্প পরিচালককে কিলঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তিলক দে তাকে রক্ষা করতে গেলেও তিনি মারধরের শিকার হন।

হামলার এক পর্যায়ে ঠিকাদাররা প্রকল্প পরিচালকের নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলেন। প্রায় ১০ মিনিট অবস্থান করে তারা এ হামলা চালান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। মারধরের পর ঠিকাদাররা দ্রুতই সিটি করপোরেশন থেকে সটকে পড়েন। 

প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর দাবি, তদবির করে কাজ না পাওয়ায় ঠিকাদাররা কার্যালয়ে ঢুকে তার ওপর হামলা চালিয়েছে।

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, খবর শুনে ঘটনাস্থলে এসেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট তাকে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।