- রাজনীতি
- ডা. জাফরুল্লাহকে ব্রিটানিয়া ইকোনমিকাল সাপোর্ট ট্রাস্টের সম্মাননা
ডা. জাফরুল্লাহকে ব্রিটানিয়া ইকোনমিকাল সাপোর্ট ট্রাস্টের সম্মাননা

ডা. জাফরুল্লাহকে ব্রিটানিয়া ইকোনমিকাল সাপোর্ট ট্রাস্টের সম্মাননা প্রদান
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লন্ডনভিত্তিক ‘ব্রিটানিয়া ইকোনমিকাল সাপোর্ট ট্রাস্ট’ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে। রোববার জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডির বাসায় এ সম্মাননা দেওয়া হয়।
স্বাধীনতা যুদ্ধকালীন থেকে গত ৫১ বছর বাংলাদেশে গরীব অসহায়দের চিকিৎসা সেবায় অবদান এবং বাংলাদেশে ১৯৮২ সালে ‘জাতীয় ওষুধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বেপারী এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিণী ও নারীপক্ষের সদস্য শিরিন হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য বেসিক কেমিকেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর আব্দুল নকীব, গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
ক্রেস্ট গ্রহণের পর ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা সম্মিলিতভাবে স্বাধীনতা অর্জন করেছি। এখন দেশে এবং প্রবাসে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণে এগিয়ে যাব
অ্যাডভোকেট আব্দুল হালিম বেপারী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী মহান স্বাধীনতা যুদ্ধকালীন থেকে এখন পর্যন্ত নিরলসভাবে ৫১ বছর দেশের গরীব অসহায়দের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি শিক্ষা, চিকিৎসা, গরীব অসহায়দের সাহায্যের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র তৈরি করে মানবতার ফেরিওয়ালা হয়েছেন।
মন্তব্য করুন