- রাজনীতি
- উপনির্বাচনে ভয়-ভীতি: উপজেলা পরিষদ চেয়ারম্যানকে শোকজ
উপনির্বাচনে ভয়-ভীতি: উপজেলা পরিষদ চেয়ারম্যানকে শোকজ

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ন রেজা
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে অন্য দল ও মতের কোনো ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য ভয়-ভীতি, উস্কানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ন রেজাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল রোববার সংশ্লিষ্ট আসনের রির্টানিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে আলহাজ হুমায়ন রেজাকে নোটিশ প্রাপ্তির চার ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার অনুরোধ করা হয়। সেই সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও চিঠিতে জানানো হয়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, বাঙ্গাবাড়ি ইউনিয়ন এলাকায় নির্বাচনী প্রচারণা সভায় অন্যান্য দলের বা মতের কোনো ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য ভয়ভীতি প্রদান সংক্রান্ত্র একটি ভিডিও বার্তা পাওয়া গেছে। যা নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ১১ (ক) ও (ঙ) পরিপন্থী।
এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ন রেজা দাবি করেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় নির্বাচন অফিস যে চিঠি দিয়েছে তার উত্তরও দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি জোট ভোটকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী মুহা: জিয়াউর রহমানের পাশাপাশি বিভিন্ন আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সদ্য পদত্যাগী বিএনপি দলীয় সাংসদের নেতৃত্বে বিএনপি জোটের একাংশ আওয়ামী লীগ সমর্থিত আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী সরকারকে অর্থের বিনিময়ে সহযোগিতা করছে। এমনকি বিএনপির একটি অংশের নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াও একই ধরনের অভিযোগ করেন।
মন্তব্য করুন