- রাজনীতি
- বিএনপির ভোট যাঁর জয়ের হাসি তাঁর
বিএনপির ভোট যাঁর জয়ের হাসি তাঁর
চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে উপনির্বাচন আজ

ভোটের মাঠে নেই বিএনপি। তবু দলটির কর্মী-সমর্থকদের ভোটের দিকে সব প্রার্থীর চোখ। যাঁরা বিএনপির ভোট টানতে পারবেন, তাঁদের মুখেই থাকবে জয়ের হাসি। আজ বুধবার শেষ বিকেলের পর জানা যাবে হাসবেন কোন দু'জন। এমনটাই মনে করছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনের সাধারণ ভোটাররা।
এ দুই আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার লড়াইয়ে ৯ প্রার্থী থাকলেও মূলত জমিয়ে তুলেছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী। একজন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মোহাম্মদ আলী সরকার, অন্যজন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সামিউল হক লিটন। ভোটাররা জানাচ্ছেন, তাঁদের দু'জনের ওপরই আছে আওয়ামী লীগের একাংশের আশীর্বাদ, বিএনপির ভোটারদের গোপন সমর্থন।
একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপির শীর্ষ নেতারা কর্মীদের স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার জন্য গোপনে নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী বিএনপির ভোটের একটি বড় অংশ সামিউল হক লিটন ও মোহাম্মদ আলী সরকার পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও পদত্যাগী এমপি হারুনুর রশীদ চাচ্ছেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামিউল হক লিটন জিতে আসুক। আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদ বিশ্বাস বিএনপি নেতা হারুনের আপন চাচাতো ভাই হলেও তিনি তাঁকে সমর্থন দিচ্ছেন না। বরং ২০০৮ সালের নির্বাচনে হারুনকে পরাজিত করার প্রতিশোধ আবারও নিতে চান তিনি। এ কারণে এখানকার বিএনপির ভোটাররা নৌকার বিপক্ষে একাট্টা। যদিও বিএনপি নেতা হারুনুর রশীদ বলেছেন, 'কে কাকে ভোট দেবেন সেটা দেখা আমার দায়িত্ব না। এটা নাগরিক অধিকার। যাকে ভালো লাগে তাকে ভোটাররা ভোট দেবে। ভালো না লাগলে ভোট দেবে না।'
হারুনুর রশীদ অস্বীকার করলেও তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব কেতাবুল ইসলাম টুটুল, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সদর উপজেলার বিএনপি সমর্থনে নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি তাশেম আলী, বিএনপি নেতা রহমত উল্লাহ সামিউল হক লিটনের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন।
আওয়ামী লীগের একাংশ ও বিএনপির গোপন সমর্থন পেয়ে ফুরফুরে মেজাজে আছেন স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন। মঙ্গলবার দুপুরে সমকালকে তিনি বলেন, 'শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণ তাঁদের রায় ঠিক করে রেখেছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ বেশ ভালো আছে। নির্বাচনে কারচুপি না হলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না।'
এদিকে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস বলেন, 'লিটন যে কথা বলে বেড়াচ্ছে তার বাস্তবতা নাই। তার সঙ্গে কিছু দলীয় নেতাকর্মী রয়েছে। যারা তার সঙ্গে আছে, তাদের কোনো সক্ষমতা নাই। গুটি কয়েক ওই সব নেতা আমার বিরোধিতা করলেও ভোটে কোনো প্রভাব পড়বে না। আর বিএনপির কিছু ভোট লিটন যেমন পাবে, তেমনি আমিও পাব।'
এদিকে চঁাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের পক্ষে কাজ করছে বলে জানা গেছে। বিএনপি নেতা ও পদত্যাগী এমপি আমিনুল ইসলামের ঘনিষ্ঠজন পৌর বিএনপি সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোসলিম উদ্দিন, তারিক আহম্মেদসহ অন্তত ৭০ বিএনপি নেতাকর্মী সরাসরি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এখানেও আওয়ামী লীগের একটি অংশ মোহাম্মদ আলী সরকারের পক্ষে গোপনে কাজ করছে।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করা প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, কে কার ভোট করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার অনুসারী হলেও ভোটাধিকার তার ব্যক্তিগত অধিকার। সুতরাং এসব বিষয়ে প্রশ্ন না করাই ভালো।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী জিয়াউর রহমান বলেন, মোহাম্মদ আলী সরকার টাকা বিলিয়ে কিছু বিএনপি নেতাকে কবজা করেছেন। তবে সেটা সংখ্যায় খুবই কম। এতে নৌকার জয়ে কোনো বাধা হবে না।
স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন :এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। গোমস্তাপুরের রহনপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েক দিন ধরেই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা বিএনপি-জামায়াতের নামে সাধারণ ভোটারদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি ভোটকেন্দ্রে গেলে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিচ্ছেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, প্রথম থেকেই তিনি এমন অভিযোগ করছেন। দু'পক্ষই এমন পাল্টাপাল্টি অভিযোগ করছে। ইতোমধ্যে দু'জনকে জরিমানাও করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ভালো আছে।
মন্তব্য করুন