প্রায় দুইমাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

আজ বুধবার বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে বের হয়ে আসেন শিমুল বিশ্বাস। এ সময় তাকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বাগত জানান।

গত বছরের ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। তিনি কারাগারে থাকাবস্থায় সম্প্রতি তার মা মারা গেছেন। পরে প্যারোলে মুক্তি পেয়ে জানাজা নামাজে শরিক হয়েছিলেন শিমুল বিশ্বাস।