শুধু রাজনীতিবিদ নয়, সরকারি কর্মকর্তারাও বিদেশে বাড়ি কিনছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

তিনি বলেছেন, আগে শোনা যেত কানাডায় বেগমপাড়া। এখন পৃথিবীর অনেক দেশেই বেগমপাড়া হচ্ছে। 

আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

পীর ফজলুর রহমান বলেন, দেশ থেকে টাকা যাচ্ছে সুইচ ব্যাংকে। কানাডা, দুবাইয়ে অনেক ১০-২০টা বাড়ি কিনছে। দেশ থেকে টাকা পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি নিয়েও তিনি প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা। প্রকৃত হিসাব করলে এটি চার লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এক ব্যাংকের মালিক আরেক ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত হচ্ছে।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, সবাই উন্নয়নের কথা বলেন। কিন্তু কিছু নেতা উন্নয়ন দেখেন না। তারা মাঝে মধ্যে এলাকায় যান। তারা আওয়ামী লীগের নেতা, ভবিষ্যতে নির্বাচন করতে চান।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও প্রকল্প ব্যয় বৃদ্ধির সমালোচনা করে পীর ফজলু বলেন, প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বৃদ্ধি পায়। এর সঙ্গে দুর্নীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।