- রাজনীতি
- শেখ হাসিনার সরকার ইস্পাতের, হাত দিলেই কেটে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
শেখ হাসিনার সরকার ইস্পাতের, হাত দিলেই কেটে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার সরকার ইস্পাতের সরকার। এখানে হাত দিলে হাত কেটে যাবে।
তিনি বলেছেন, বিএনপি-জামায়াত জোট বড় বড় কথা বলে, মিছিল-মিটিং করে। তাদের শুধু ক্ষমতার দরকার, আর কিছুর দরকার নেই। এজন্য ক্ষমতায় এলে কী করবে তা বলে না। সরকারকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেবে? শেখ হাসিনার সরকার এত ভঙ্গুর নয়।
শুক্রবার মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার রাজনীতি হচ্ছে- মানুষের সেবা করা আর দেশের উন্নয়ন করা। বিএনপির রাজনীতি হচ্ছে গ্রেনেড হামলা। আমরা মানুষের চোখের ছানি দূর করি, অপারেশন করি, মানুষের আলো ফিরিয়ে দেই। তাদের (বিএনপির) গ্রেনেড হামলায় বহু মানুষের চোখ ওঠে গেছে। তারা মানুষের চোখের আলো-জীবন ছিনিয়ে নেয়। বোমা হামলা তাদের রাজনীতি। তারা সাড়ে তিন হাজার মানুষকে পুড়িয়ে মেরে ছিল। হাজার হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল।
তিনি বলেন, আমাদের আটটি বিভাগীয় শহরে বিশেষ হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এখানে কিডনি, ক্যানসার ও হার্টের চিকিৎসা হবে। এসব রোগের জন্য আমাদের আর বিদেশে যেতে হবে না। এছাড়া বিভাগীয় শহরে আটটি বার্ন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।
ন্যাশনাল আই কেয়ার লাইনের পরিচালক ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো প্রমুখ।
মন্তব্য করুন