- রাজনীতি
- মেট্রোরেলের পিলার থেকে পোস্টার না সরালে ব্যবস্থা: কাদের
মেট্রোরেলের পিলার থেকে পোস্টার না সরালে ব্যবস্থা: কাদের

ফাইল ছবি
মেট্রোরেলের পিলারে লাগানো পোস্টার নিজ দায়িত্বে না সরালে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা মেট্রোরেলের পিলারে পোস্টার লাগিয়েছেন, তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজিত জনসচেতনতামূলক রোড শো কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশ রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন ও বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। আর এজন্য প্রয়োজন জনগণের সচেতনতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়ক ও পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনগণকে সচেতন হতে হবে। শৃঙ্খলা না এলে উন্নয়ন খুব একটা কাজে আসবে না। জনগণের সচেতনতা ছাড়া কোনো উন্নয়ন পরিপূর্ণতা পায় না।
ঢাকার বায়ুদূষণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমকে আরও সক্রিয় হতে হবে। বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে যে ব্যবস্থা সংশ্লিষ্টদের সেগুলো খুবই বাজে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিন আছে, নির্বাচন পর্যন্ত। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জান-মাল রক্ষা করা আমাদের কর্তব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে।
মন্তব্য করুন